সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): শনিবার দিবাগত রাতে বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর রানীরপাড়া গ্রামে মৃত ময়েন উদ্দিন সরকারের ছেলে আব্দুল মান্নান মুংলু সরকারের বাড়ি থেকে ৬টি গরু চুরি হয়েছে। উত্তর রানীরপাড়া গ্রাম ঘেঁষে বাঙালী নদী প্রবাহিত হওয়ায় বন্যার সময় এলাকাবাসী চোর-ডাকাতের ভয়ে আতঙ্কিত থাকে। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা আনুমানিক গভীর রাতে তার গোয়াল ঘর থেকে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ৬টি গরু নিয়ে যায়। এর মধ্যে ৪টি গাভী ও ২টি এঁড়ে ছিল। এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে, লোকমুখে শুনেছি। খোঁজ-খবর নিয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে চুরি হওয়া গরুর মালিক মুংলু সরকার জানান, সকালে ফজর নামাজের সময় উঠে দেখতে পাই গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা গরুগুলি চুরি করে নিয়ে গেছে। এ সংবাদ লেখা অবধি থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply