Menu

সোনাতলার বালুয়াহাটে আলোর প্রদীপের মাদকবিরোধী ক্যাম্পেইন

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): মাদক বেঁচে টাকা কড়ি,ঝুলবে গলায় ফাঁসির দড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোর প্রদীপ সংগঠনের আয়োজনে মাসব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের বালুয়াহাট বাজারে মাদকবিরোধী ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ,মাইকিং,জনমত জরিপ সহ সচেতনতা পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল, আলোর প্রদীপ মাদকবিরোধী ক্যাম্পেইন- ২০১৯ এর অধিনায়ক আরিফ হাসান সঞ্চয়। এসময় উপস্থিত ছিলেন বালুয়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রুহুল আমীন,আলোর প্রদীপ সংগঠনের সাবেক উপ-চেয়ারম্যান মেহেদী হাসান রিপন প্রচার,তথ্য ও গনসংযোগ বিষয়ক সম্পাদক এস এম সামিউল ইসলাম,সাংস্কৃতিক উপ-কমিটির সভাপতি বোরহান উদ্দিন হাসিব,সদস্য সাজেদুর আবেদীন শান্ত,শিহাব উদ্দিন,কিশোর দলের যুগ্ম আহ্ববায়ক লেমন মিয়া,সওকত সায়েম সহ প্রমূখ। উল্লেখ্য, মাসব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের এটি ২য় ভেন্যু এবং পরবর্তীতে আরো ৫টি ভেন্যুতে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

No comments

Leave a Reply

one × two =

সর্বশেষ সংবাদ