Menu

সোনাতলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): শনিবার সোনাতলা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।

বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে ভোট দিতে দেখা যায়। নির্বাচনী সকল দায়িত্ব পালন করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক রতন কুমার দাস, শাহিনুর আলম, পারভীন সুলতানাসহ শিক্ষকমÐলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। নির্বাচনে ১৬ জন শিক্ষার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

৭৭৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে বিজয়ীরা হলো- মুশফিকুর রহিম, ১০ম বিজ্ঞান (প্রথম), মোঃ সাকিল, ১০ম বিজ্ঞান ( ২য়), খাতিজা খাতুন,৯ম বিজ্ঞান (৩য়), আরাফি খাতুন ,৮ম খ-শাখা (৪র্থ), জ্যোতি আক্তার, ৮ম ক-শাখা ( ৫ম), আব্দুর রহমান, ৬ষ্ঠ শ্রেণি, শাপলা শাখা (৬ষ্ঠ), আশরাফুন নেছা, ৭ম ক-শাখা (৭ম), মোছাঃ সাজিদ আর রাফি, ৯ম বিজ্ঞান ( ৮ম)।

No comments

Leave a Reply

1 + fifteen =

সর্বশেষ সংবাদ