Menu

সোনাতলার মধুপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে কার্পেট প্রদান করলেন টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম

সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): বুধবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে কার্পেট বিতরণ করেন টিজিএসএস চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম।

মসজিদগুলো হলো -পশ্চিম তেকানী কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম তেকানী পূর্বপাড়া জামে মসজিদ,পশ্চিম তেকানী পুরাতন জামে মসজিদ, পশ্চিম তেকানী হঠাৎপাড়া (আদর্শপাড়া) জামে মসজিদ।

এ সময় উপস্থিত ছিলেন টিজিএসএস চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলামের পিতা আলহাজ্ব মোঃ সামছুল হক, ম্যানেজার নাসের প্রধান, হিসাবরক্ষক সবুজ মিয়া ও ফিল্ড সুপারভাইজার কাবিরুল ইসলাম কবির।

উল্লেখ্য, টিজিএসএস চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম তাঁর নানা সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কার্পেট বিতরণ করেন।

No comments

Leave a Reply

11 + 10 =

সর্বশেষ সংবাদ