Menu

সোনাতলার মধ্য দিঘলকান্দী মরহুম আঃ বাসেত (রহঃ) এর ৪০তম ওরশ সোমবার

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী আব্দুল বাসেত দাখিল মাদ্রাসা মাঠে মরহুম আব্দুল বাসেত (রহঃ) এর ৪০তম বাৎসরিক ওরশ আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ওরশ আয়োজনের সকল প্রস্তুতি নিয়েছে ওরশ কমিটি। সপ্তাহ আগে থেকেই ওরশ ও ওয়াজ মাহফিল সম্পন্ন করতে সাজ সজ্জার কার শুরু হয়েছে। ওই ওরশে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আশেকানরা ভিড় জমায়।

No comments

Leave a Reply

3 + twelve =

সর্বশেষ সংবাদ