Menu

সোনাতলার মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা উপজেলার পৌর এলাকার গড়চৈতন্যপুর কামারবাড়ীর ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ মন্দিরের জায়গা জবর দখলের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে গড়চৈতন্যপুর গ্রামের সনাতন সম্প্রদায়ের লোকজন। গড়চৈতন্যপুর রাধাকৃষ্ণ মন্দিরের সামনে ও সোনাতলা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন থেকে ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ মন্দির দখলকারী ব্রজেশ্বর মহন্তের ছেলে রতন মহন্ত ও সুবোধ মহন্তের ছেলে গোপাল মহন্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয় সেই সাথে মন্দিরটি ধর্মকর্ম পালনের উপযোগী করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনিল চন্দ্র কর্মকার, উৎপল চন্দ্র কর্মকার, সুদেব চন্দ্র কর্মকার, লিটন চন্দ্র মহন্ত, বাবলু কর্মকার, দিনেশ কর্মকার ও লালমোহন কর্মকারসহ প্রায় দুই শত লোকজন উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

five × two =

সর্বশেষ সংবাদ