Menu

সোনাতলার মাদক সম্রাজ্ঞী ছবি বেগম গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলার বহুল আলোচিত মাদক স¤্রাজ্ঞী ছবি (৩৫) কে আটক করেছে সোনাতলা থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল আকন্দের কাবিলপুর গ্রামের বাড়ীর পাশ থেকে পলাতক আসামী ছবি বেগমকে পুলিশ গ্রেফতার করে। ছবি উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের শহিদুল ইসলাম সর্দারের স্ত্রী। সে পৌর সদরের ১ নং ওয়ার্ডের বাংলা লিঙ্ক টাওয়ার সংলগ্ন এলাকায় তার নিজ বাড়ী হতে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। এর আগেও কয়েকবার পুলিশ তাকে গ্রেফতার করলেও জামিনে বের হয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসায় যুক্ত হয়। শনিবার দুপুরে ছবিকে কোর্টে চালান করা হয়েছে।
সোনাতলা থানার এসআই মহিউদ্দীন,এএস আই মিজানুর,এএসআই মাসুদ রানা ও এএসআই শাহনাজ আকতার জানান,১৩/০২/১৯ তারিখের মামলা নং ১০ অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়।

No comments

Leave a Reply

3 × four =

সর্বশেষ সংবাদ