Menu

সোনাতলার হরিখালী বাজার থেকে ৬ জুয়াড়ী আটকঃ ভ্রাম্যমান আদালতে জরিমানা

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): শুক্রবার সকালে সোনাতলার হরিখালী বাজার থেকে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে আটক করেছে সোনাতলা থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের নির্দেশে এস আই নিরঞ্জন সঙ্গীয় ফোর্সসহ জুয়া খেলার সময় তাদের আটক করে। আটককৃতরা হলো- দড়িহাঁরাজ গ্রামের মোখলেছার রহমানের ছেলে সাজু মিয়া (৩৫), উত্তর করমজা গ্রামের জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০), হাঁসরাজ গ্রামের মৃত ওসমান শেখের ছেলে মুনজুল শেখ (৪০), পশ্চিম তেকানী গ্রামের মৃত গোলাপ ম-লের ছেলে বাদল ম-ল (৫৫) দড়িহাঁসরাজ গ্রামের ধলু ব্যাপারীর ছেলে লেলিন ব্যাপারী (২৬), রানীরপাড়া গ্রামের তফিজ মাস্টারের ছেলে এনামুল হক (৩৬)। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুর আলম ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করে।

No comments

Leave a Reply

3 + twelve =

সর্বশেষ সংবাদ