Menu

সোনাতলায় অধ্যক্ষ আব্দুল মালেক ও ফিদা হাসান টিটোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): সোনাতলায় নিম্নমানের সড়ক কাজ সংস্কারের প্রতিবাদ করায় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম কর্তৃক ড.এনামুল হক কলেজ এর অধ্যক্ষ, উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মালেকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দিয়েছে ড.এনামুল হক কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন ড.এনামুল হক কলেজের উপাধ্যক্ষ মোঃ তরিকুল আলম, সহকারী অধ্যাপক মোঃ সফিকুল ইসলাম, মোঃ জাহিদুর রহমান, সুনীল চন্দ্র দাস, মাহামুদুল হক, আমিরুল ইসলাম, প্রভাষক মোঃ আলমগীর হোসেন, মোঃ রায়হানুল ইসলামসহ কলেজটির শিক্ষক-কর্মচারীবৃন্দ।

একইদিন দুপুরে নি¤œমানের সড়ক সংস্কারের প্রতিবাদ করায় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম কর্তৃক সোনাতলা উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দিয়েছে সোনাতলা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সেই সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সড়ক ও সেতু বিভাগের মন্ত্রী, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, সওজ বিভাগের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক বগুড়া, অফিসার ইনচার্জ সোনাতলা থানা ও সওজ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলীর নিকট অবগতির জন্য স্মারকলিপির কপি প্রদান করা হয়।

সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, পৌর যুবলীগের আহŸায়ক নাহিদ হাসান জিতু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম মিলন, সাইফুল ইসলামসহ যুবলীগ নেতৃবৃন্দ।

No comments

Leave a Reply

4 + 1 =

সর্বশেষ সংবাদ