Menu

সোনাতলায় অধ্যক্ষ আব্দুল মালেকের উপর প্রকৌশলীর মামলার প্রতিবাদে শিক্ষকদের স্মারকলিপি প্রদান

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): গত ২ ডিসেম্বর সোনাতলা উপজেলার রেলগেইট এলাকায় মোকামতলা- সোনাতলা সড়কের নি¤œমানের সংস্কার কাজের প্রতিবাদ করায় সওজ এর উপ বিভাগীয়মোঃ রাফিউল ইসলাম কর্তৃক উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেকসহ অন্যান্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৪ ডিসেম্বর শনিবার বেলা ২ টায় সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমকে এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজের উপাধ্যক্ষ রবিউল আউয়াল বিপ্লব, ড.এনামুল হক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরিকুল ইসলাম স্বপন, বয়ড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন,

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহীন, হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, সৈয়দ আহম্মেদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, বালুয়াহাট রাবেয়া রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমসহ শিক্ষক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

স্মারকলিপির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সড়ক ও সেতু বিভাগের মন্ত্রী, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, প্রধান প্রকৌশলী সওজ বিভাগ ঢাকা, জেলা প্রশাসক-বগুড়া, পুলিশ সুপার-বগুড়া ও বগুড়ার নির্বাহী প্রকৌশলী-সওজ কে প্রদান করা হয়েছে।

No comments

Leave a Reply

two × four =

সর্বশেষ সংবাদ