Menu

সোনাতলায় আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বুধবার বগুড়ার সোনাতলা থানা পুলিশ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা উপজেলা মিলেনিয়াম হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সরকারী নাজির আখতার কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুর ইসলাম । উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুযোগ্য থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ওসি(তদন্ত) জাহিদুর রহমান জাহিদ, ডক্টর এনামুল কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, এস আই আব্দুল মান্নান, এ এস আই শাহিন, জাহিদ প্রমূখ। বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধুত্বের মাত্রার অগভীর করে তুলেছে” এর অপর উপজেলার ৩ টি কলেজ অংশগ্রহন করেন। সরকারী নাজির আখতার কলেজ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও ডক্টর এনামুল হক কলেজ অংশগ্রহন করেন। আগামী মার্চের প্রথম সপ্তাহে বগুড়া পুলিশ লাইন স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম বার।

No comments

Leave a Reply

19 − 18 =

সর্বশেষ সংবাদ