সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা থানা পুলিশ আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মিনহাজুলকে গ্রেফতার করেছে।মিনহাজুল উপজেলার কুশারগোপ গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে। সোনাতলা থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালুয়া ইউনিয়নের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে রবিবার দিবাগত রাত দেড়টায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে। এ সময় ৩ জন ডাকাত পালিয়ে যায়। তারা হলেন- কুশারঘোপ গ্রামের আমিরুলের ছেরে ফারাজুল (৩২), ইয়াছিন আলীর ছেলে আমিনুল (৩৫), আমিনুলের ছেলে তারাজুল (১৮)। আটক করার সময় ডাকাতদের কাছ থেকে ২ টি হাসুয়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজুলের ৪ টি মামলাসহ ডর্জনখানেক মামলা রয়েছে। মিনহাজুলের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, মিনহাজুল চুরি ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার এসআই আব্দুল মান্নান।
Leave a Reply