Menu

সোনাতলায় আবারও পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত‍্যূ

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় আবারও পুকুরে ডুবে সাদিক নামে ৩ বছরের শিশুর মৃত‍্যূ হয়েছে। সাদিক উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাস গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ফরহাদ আলী ছেলে। জানা যায় ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সাদিককে খুজে না পাওয়ায় স্থানীয় লোকজন আশে পাশে খোজা খুজি করতে থাকে। এক পর্যায়ে এক মহিলা বাড়ির পাশে পুকুরে নামে খুজতে থাকে। পরে দুপুর দেড়টায় সময় পুকুর থেকে শিশুটির লাশ পাওয়া যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

No comments

Leave a Reply

1 × 4 =

সর্বশেষ সংবাদ