Menu

সোনাতলায় ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): রোববার বিকেলে সোনাতলার হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন পূর্ব সোনাতলার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারী উপ-পরিচালক সুদিপ কুমার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হেক্সা স্পেক্ট্রা ফিডস্ লিমিটেড এর সিনিয়র ম্যানেজার কৃষিবিদ এনামুল হক ।

অনুষ্ঠান উদ্বোধন করেন মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজেন্দ্র প্রসাদ ও হরিখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরিফুর রহমান স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, হরিখালী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, প্রভাষক ইকবাল কবির লেমন, সহকারী শিক্ষক এনামুল হক ও এসএম সায়েম রাশেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। একই অনুষ্ঠানে বøাড গ্রæপিং করানো হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে প্রধান অতিথি উপজেলার তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারী উপ-পরিচালক সুদিপ কুমার, তেকানী চুকাইনগর ইউপির চেয়রম্যান ছামসুল হক মন্ডল,

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, শহীদ মিনার নির্মানের প্রধান পৃষ্ঠপোষক হেক্সা স্পেক্ট্রা ফিডস্ লিমিটেড এর সিনিয়র ম্যানেজার কৃষিবিদ এনামুল হক, হরিখালী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ,

সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক লতিফুল ইসলাম, বাঙালি বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেন । অনুষ্ঠান সঞ্চালন করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ফারহানা বাবলী।

No comments

Leave a Reply

one × one =

সর্বশেষ সংবাদ