সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলায় স্কুল ছাত্রীকে উ্তငাာ করার অভিযােগে ইমরান হোসেন মিঠু (২২) নামের এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামের ছাইফুল ইসলামের ছেলে। আজ সোমবার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ শফিকুর আলম ওই যুবককে দন্ডিত করেন। সোনাতলা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply