সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ গ্রামের রেজাউল করিমের ছেলে শফিকুল ইসলাম (১৭) কে ইভটিজিং এর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ছেড়ে দিয়েছে সোনাতলা থানা পুলিশ। অভিযোগসূত্রে জানা যায়, সদর ইউনিয়নের নামাজখালী গ্রামের সুজা মিয়ার মেয়ে (হরিখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী) বিদ্যালয়ে যাওয়ার পথে ইভটিজিং করতো শফিকুল। মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে দড়িহাঁসরাজ গ্রামের বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। এসআই জহুরুল জানিয়েছেন, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বিয়ের প্রতিশ্রতিতে আটক শফিকুলকে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply