Menu

সোনাতলায় ইসলামী বই মেলা আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): পবিত্র মাহে রমযান উপলক্ষে সোনাতলায় সাত দিন ব্যাপি ইসলামি বইমেলা আয়োজন করতে যাচ্ছে “লাইটশীপ ফাউন্ডেশন”। মানুষের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শান্তির ধর্ম ইসলামকে জানার উৎসাহ যোগাতেই এই আয়োজন। বিষেশ করে ধর্ম বিমুখ তরুন প্রজন্মকে নৈতিকতার আদর্শে গড়ে তুলতে জ্ঞান অর্জনের বিকল্প নাই। আর এ জন্যই তরুনপ্রজন্মদের নিয়ে গতকাল “আন-নূর সাইন্টিফিক মাদরাসায়” এক মতবিনিময় সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই জাঁকজমকপূর্ণ ভাবেই এর প্রচার প্রসার শুরু হবে ইনশাল্লাহ। এ জন্য সবার দোয়া ও সহযোগীতা কামনা করা হয়েছে।

No comments

Leave a Reply

6 − one =

সর্বশেষ সংবাদ