সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলায় শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে সোনাতলা থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের ফজর আলীর ছেলে মিলন হোসেন (২৬), লালমনিরহাট জেলার পশ্চিম শিবরাম গ্রামের আব্দুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (৪০), সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের মহাতাব আলীর ছেলে মহিদুল হাসান ওরফে হিরক কানা (৬০), চরপাড়া গ্রামের হান্নান ফকিরের স্ত্রী জোলেখা বেগম (৪০), লিটন মিয়া (৩৮)। গ্রেফতারকৃত সেবনকারীরা হলেন- সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে রনি (২৩),গড়চৈতন্যপুর গ্রামের বিপুল মিয়া (২৩), গোপাই শাহবাজপুর গ্রামের আরিফুল ইসলাম সানি (২১), মোনারপটোল গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে আবু হাসনাত (২৮)। শুক্রবার বিকেলে সোনাতলা থানার এসআই আব্দুল বাসির, এসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ সোনাতলা উপজেলার ভেলুরপাড়া বাজার , চরপাড়া বাজারস্থ আশরাফ আলীর চাতালে পাকা রাস্তার উপর, পৌর সদরের ফজিলা শরীফ দাখিল মাদ্রাসা মাঠ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ ১১০ পিছ ইয়াবা ও সেবনকারীদের কাছ থেকে ও গাঁজা কাটার চাকু, গাঁজা ভরা নেভি সিগারেট, কাঠের টুকরা উদ্ধার করেছে। আটককৃতদের শনিবার দুপুরে কোর্টে চালান করা হয়েছে। সোনাতলা থানার এসআই আব্দুল বাসির ও এসআই মহিউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply