Menu

সোনাতলায় উপজেলা কৃষি ও মৎস্য কর্মকর্তাদ্বয়ের বিদায়ী সংবর্ধনা প্রদান

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়া সোনাতলা উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন সরদার ও উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমি’র বদলী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলেনিয়াম হলরুমে সোনাতলা প্রেসক্লাব ও উপজেলা অফিসার ক্লাবের উদ্যোগে ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, থানা অফিসার ইনর্চাজ শরিফুল ইসলাম, বিদায়ী উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন সরদার, বিদায়ী উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমি, সদর ইউপি’র চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, জোরগাছা ইউপি’র চেয়ারম্যান রুস্তুম আলী মন্ডল, তেকানি চুকাইনগর ইউপি’র চেয়ারম্যান শামছুল হক মাস্টার, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান। আলোচনা শেষে বিদায়ী দুই কর্মকতার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন সোনাতলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অফিসার ক্লাবের পক্ষ থেকে ওই ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

No comments

Leave a Reply

8 + 7 =

সর্বশেষ সংবাদ