সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): এবারেই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন ঘোষনা দেওয়ার সাথে সাথে বগুড়ার সোনাতলায় দলীয় মনোনয়ন পেতে একাধিক নেতাকর্মি গ্রুপিং লবিং চালিয়ে যাচ্ছে। তবে তৃণমূলের নেতাকর্মিরা দলীয় প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবি ও জেলা পরিষদের সদস্য এ্যাড মিনহাদুজ্জামান লীটনকে দেখতে চান।
আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের এই ঘোষনায় দলীয় নেতাকর্মিরা আবারও নড়ে চড়ে বসেছে। উপজেলা পরিষদের নেতৃত্ব নিতে এবার উপজেলা চেয়ারম্যান পদটি নিজেদের আয়ত্বে নিতে নেতাকর্মিদের মধ্যে দৃঢ় মনোভাব গড়ে উঠেছে।
দলীয় মনোনয়ন পেতে যারা ইতিমধ্যেই দলীয় ভাবে গ্রুপিং লবিং চালিয়ে যাচ্ছেন তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, জেলা পরিষদের সদস্য ও সুপীম কোর্টের আইনজীবি এ্যাড মিনহাদুজ্জামান লীটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড জাকির হোসেন নবাব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, বগুড়া বার সমিতির সাবেক সহ-সভাপতি ও বগুড়া জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মোঃ ফজলুল হক সবুজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আছালত জামান সরকার।
তবে তৃণমূলের নেতাকর্মিদের দাবি উপজেলা চেয়ারম্যান পদটি তাদের দখলে আনতে দলীয় প্রার্থী হিসেবে এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষনার পর বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবার চেয়ারম্যান পদে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে।
Leave a Reply