Menu

সোনাতলায় ওয়াজ মাহফিলে গিয়ে মোটর সাইকেল হারালেন আওয়ামী লীগ নেতা!

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বৃহস্পতিবার রাতে সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের কারিগরপাড়ায় ওয়াজ মাহফিল এলাকা থেকে সোনাতলা পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছে পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলী তালুকদারের ছেলে মোঃ জামাল উদ্দিন তালুকদার।

ডিসকভার-১০০ সিসির মোটর সাইকেলটির রেজিঃ নং রংপুর-হ-১২-৭৯৬৯,চেসিস নং গউ২অ১৪অত২উডখ৯৯৯০০, ইঞ্জিন নং ঔইতডউখ২৬২৫৬, মূল্যঃ ১ লাখ ৫০ হাজার টাকা।।

জামাল উদ্দীন তালুকদার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার বালুয়াহাট সংলগ্ন কারিগরপাড়ায় (শিল্পপাড়া) অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে যাই।

সেখানে গিয়ে ওয়াজ মাহফিলের কাছেই জনৈক সুমন ডাক্তার এর বাড়ির বহিরাঙ্গণে মোটর সাইকেলটি রেখে ওয়াজ মাাহফিলে অংশগ্রহন করি। সেখান থেকে মোটর সাইকেলটি খোয়া যায়। আমার ধারণা, পূর্ব শত্রæতার জের ধরে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে সোনাতলা থানার এএসআই আতিকুর রহমান জানিয়েছেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

No comments

Leave a Reply

16 − 6 =

সর্বশেষ সংবাদ