সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সোনাতলায় সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া ও গণমাধ্যম ব্যক্তিদের সাথে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া ব্যক্তিত্ব ও পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সোনাতলা উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, মুক্তাঙ্গণ সাধারণ সম্পাদক মহসীন আলী তাহা, সোনাতলা থিয়েটারের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা ডটকম সম্পাদক ইকবাল কবির লেমন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লা,আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরেুল, সারেগামাপা সঙ্গীত একাডেমীর সভাপতি ছানাউল ইসলাম রিজু, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের পরিচালক উজ্জল হোসেন খোকন ও হাসনাহেনা খেলাঘরের সাধারণ সম্পাদক নওশীন নীহা। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, ড.এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম। অনুষ্ঠান সঞ্চালন করেন মোহাম্মদ শিহাব উদ্দীন।
Leave a Reply