সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় গরীব ও দুস্থদের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসপা‘র নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি শরিফুল ইসলাম, পৌর কমিশনার তাহেরুল ইসলাম তাহের, নিপুন আনোয়ার কাজল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, মোঃ রুহুল আমিন রাজু, প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় এসপা’র সহযোগিতায় গরীব দুস্থদের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply