আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় নিরাতুন জান্নাত লতা (১৩), নামে স্কুল পড়ুয়া ছাত্রী তার শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
নিরাতুন জান্নাত লতা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। ২০ জানুয়ারী বৃহস্পতিবার সাড়ে এগারোটায় তার শয়ন ঘরের বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায় নিরাতুন জান্নাত লতা তার বাবা-মার সাথে টিভির মনিটর কেনার বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। এ বিষয় নিয়ে বাবা-মা শাসন করলে অভিমান করে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশটি থানায় নিয়ে আসে।
এবিষয়ে থানা ইন্সেপেক্টর তদন্ত কামাল হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক সুরতহাল শেষে লাশটি থানায় নিয়ে আসা হয় আগামীকাল মর্গে প্রেরণ করা হবে। এরির্পোট লেখা পর্যন্ত লাশটি থানায় দেখা গেছে।
Leave a Reply