Menu

সোনাতলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের চামুরপাড়া রেলগেট থেকে এক গাঁজা ব্যবসায়ীকে থানা পুলিশ আটক করেছে। থানা সুত্রে জানাযায়, থানার এসআই নিরঞ্জন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের চামুরপাড়া রেলগেট থেকে ২৭জুলাই শনিবার দুপুরে মোঃ শাহিন সরকার (৩০) এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে। সে সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের আজগর সরকারের ছেলে। উল্লেখ্য ওই শাহিন এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা কওে আসছে।

No comments

Leave a Reply

three × four =

সর্বশেষ সংবাদ