Menu

সোনাতলায় গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার

সোনাতরা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা থানা পুলিশ গাঁজাসহ ৩জন মাদকসেবীকে গ্রেপ্তার করে আজ রবিবার জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলা সদরের গড়ফতেপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মিনার হোসেন (২৬), গড়চৈতন্যপুর গ্রামের নান্নু খলিফার ছেলে সিহাব উদ্দিন (২০), ও মধুপুর গ্রামের কুদ্দুস ব্যাপারীর ছেলে জাহিদ হাসান (২২)। তাদের নিকট থেকে ৮০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের আজ রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments

Leave a Reply

7 − 1 =

সর্বশেষ সংবাদ