আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্ন কর্মী জাকির হোসেন(২৩) এর মৃত্যূ হয়েছে।
জাকির উপজেলা সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের খাজাউলের ছেলে। এলাকাবাসী সুত্রে জানাযায়, জাকির পৌর সভার পরিচ্ছন্ন কাজের পাশা-পাশি গাছ ঝোড়ার কাজ করতো সে।
তারই আলোকে ২০ জানুয়ারী বিকাল ৪টার সময় সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মাহবর মিয়ার গাছের বাগানে ডাল কাটার জন্য য়ায়। গাছের ডাল কাটতে গিতে গাছ থেকে পড়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এ অকাল মৃত্যূতে এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply