Menu

সোনাতলায় গুজবে লবণের মূল্য বৃদ্ধি করায় প্রশাসনের অভিযান

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): লবণের মূল্য বৃদ্ধির গুজবে ও গুজবের প্রেক্ষিতে অতিরিক্ত মূল্য নেয়ায় মঙ্গলবার বিকেলে সোনাতলায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলম।

তিনি সোনাতলা বাজার, আড়িয়ারঘাট, হরিখালী বাজার, বালুয়াহাট, কর্পূর, সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। তিনি হরিখালী বাজারে বেশি মূল্যে লবণ বিক্রির অভিযোগে রাজিব কুমারকে আটক করেন।

সোনাতলা বাজারে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে সন্তোষ স্টোরের স্বত্বাধীকারী পলাশ সাহাকে ২৫ হাজার টাকা, বালুয়াহাটে রঞ্জু শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

No comments

Leave a Reply

sixteen + 8 =

সর্বশেষ সংবাদ