Menu

সোনাতলায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টাঃ ধামাচাপা দেওয়ার চেষ্টায় মাতব্বররা

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা পৌর এলাকার লাহিড়ীপাড়া গ্রামে গত রোববার দিনের বেলা চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ওই গ্রামের কাসেম শেখের ছেলে আইয়ুব আলী ধর্ষণের চেষ্টা চালিয়েছে। শিশুটিকে তার বাড়ির পশ্চিম পার্শ্বে বাঁশঝাড়ের কাছে কচুপাতা তুলতে গেলে সেখান থেকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই লম্পট। এ সময় শিশুটি চিৎকার দিলে ঘটনা ফাস না করার ভয় দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয়। সেখান থেকে শিশুটি বাড়ি ফিরে মাকে জানায়। এ নিয়ে ওইদিন মেয়ের অভিভাবক ও ধর্ষণচেষ্টাকারীর পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। ধর্ষণ চেষ্টা ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারপ্রার্থী হয় মেয়ে পক্ষ। ওইদিন বিকেলে এ বিষয়ে শালিস বৈঠক বসার কথা ছিলো, কিন্তু অজ্ঞাত কারণে বসা হয়নি।
চমরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা বেগম বলেন, মেয়েটি ওইদিন স্কুলে আসেনি, কিন্তু আমার ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার বিষয়টি অন্যের কাছ থেকে শুনেছি।
সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। জানলে বা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

No comments

Leave a Reply

17 − 14 =

সর্বশেষ সংবাদ