Menu

সোনাতলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত- ১

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে জমিজমা নিয়ে শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত আলমগীর হোসেন উপজেলার হাঁসরাজ গ্রামের মোসলেম শেখের ছেলে। এ ব্যাপারে সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছে আহত আলমগীর হোসেনের স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম।

আহত আলমগীরের পরিবারসূত্রে জানা যায়, হাঁসরাজ মৌজার ১৫ শতক জমি নিয়ে আলমগীর হোসেনের সাথে প্রতিপক্ষ মৃত জোব্বার শেখের ছেলে তোজাম শেখের মামলা চলছিলো। ওই জমিটির উপর আদালত স্থিতাবস্থা জারী করে। আদালতের রায় না হওয়া পর্যন্ত কোন পক্ষই জমিটিতে যেতে পারবেনা মর্মে আদালত রায় দেয়।

এমতাবস্থায় প্রায় ২ মাস যাবত শিপনের লোকজন ওই জমিতে গিয়ে দিনরাত অবস্থান নেয়। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে আলমগীর হোসেন জমিটিতে গিয়ে তাদের আদালতের নির্দেশনা মানার আহŸান জানিয়ে বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরে ভোর সাড়ে ৬ টায় শিপনের লোকজন লাঠিসোটা, দেশীয় অস্ত্রসহ আলমগীর হোসেনের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে ও বেদম মারপিট করে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে জমিজমার ওই জের ধরে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামের মৃত জোব্বার শেখের ছেলে তোজাম শেখ, মৃত ওসমান শেখের ছেলে মুঞ্জু শেখ, মুঞ্জু মেখের ছেলে হেলাল শেখ,

মোজাম শেখের ছেলে শিপন শেখ, শিপন শেখের স্ত্রী বেবী বেগম বেআইনী জনতায় সংঘবদ্ধ হয়ে ভোর সাড়ে ৬ টায় লাঠি, ধারালো ছোরা, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে এসে আলমগীর হোসেনের উপর হামলা করে। তারা আলমগীর হোসেনের মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়লে উল্লিখিত ব্যক্তিরা এলোপাতারীভাবে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার আরো অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাতলা থানার এসআই মহিউদ্দীন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদশন করেছেন। এ ব্যাপারে তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments

Leave a Reply

six + 4 =

সর্বশেষ সংবাদ