সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সোনাতলায় শিক্ষামেলা/ উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিক্ষামেলায় উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহন করে। উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে মেলায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন, মোঃ শামীম হোসেন ও মোঃ আল আমিন। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমাজের সভাপতি গোলাম রব্বানী বাদল ও বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত জেরিন। এর আগে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, সাবেক জেলা পরিষদ সদস্য এ্যড. মিনহাদুজ্জামান লীটন ও উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। মেলায় সোনাতলা পৌরসভা স্টল স্টল প্রথম, মধুপুর ইউনিয়ন দ্বিতীয়, বালুয়া ইউনিয়ন তৃতীয় স্থান অধিকার করে।
Leave a Reply