Menu

সোনাতলায় জেলা ও থানা পুলিশের আয়োজনে মাদ্রাসা পর্যায়ে হামদ্ নাত ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): শুক্রবার বিকেলে সোনাতলা থানা চত্বরে জেলা পুলিশ বগুড়া ও সোনাতলা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের হামদ,্ নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার ৭ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চামুরপাড়া দারুল আহকাম হামিদিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মাসুম বিল্লাহ্, দ্বিতীয় স্থান অধিকার করে কাবিলপুর দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক ও তৃতীয় স্থান অধিকার করে ওমর ফারুক। হামদ্ নাত ও ক্বিরাতে ৩ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান করেছে ৩ জন।

বিজয়ীদের পুরস্কৃত করেন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান, এএস আই নাহিদ হাসান।

No comments

Leave a Reply

five × four =

সর্বশেষ সংবাদ