Menu

সোনাতলায় জোর পূর্বক জমি দখল করে প্রাচীর নির্মানঃ থানায় অভিযোগ

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলা উপজেলার মুলবাড়ী গ্রামে তফসিল ভূক্ত সম্পত্তি প্রতিপক্ষরা জোর পূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মান করায় থানায় অভিযোগ করেছে বাদী পক্ষ।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার দিগদাইর গ্রামের মুলবাড়ী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে সিরাজুল ইসলামের তফসিল ভুক্ত সম্পত্তিতে আম গাছের বাগান লাগিয়ে দীঘর্ দিন যাবৎ ভোগ দখল করে আসছে । যার মৌজা মুলবাড়ী জে,এল নং এম আর আর খতিয়ান নং-৩০৭/৩৩৩,ডিপি খতিয়ান নং-৮৯৭,সাবেক দাগ নং-৬৯২/১২৩১। জমির পরিমান ১৮ শতকের কাতে ৯ শতক জমিতে একই গ্রামের প্রতিপক্ষ মৃত আব্দুর গফুরের ছেলে আবু মুসা পুটু ও মাফুজার রহমান জোর পূর্বক ওই জমিতে ইটের প্রাচীর নির্মানের কাজ করতে থাকে। পরের দিন ২৪ মার্চ সিরাজুলের স্ত্রী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষগণ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালা-গালি,ভয়-ভীদি
ও খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ-এর সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

No comments

Leave a Reply

2 × 4 =

সর্বশেষ সংবাদ