সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা উপজেলার সাতবেকী গ্রামের জ্বীনের বাদশা মোজাম ফকিরকে আটক করে ছেড়ে দিল সোনাতলা থানা পুলিশ। গত রবিবার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ টিটো মিয়ার অভিযোগের প্রেক্ষিতে সোনাতলা থানা পুলিশ আটক করে সোনাতলা উপজেলার সাতবেকী গ্রামের মৃত নবীর উদ্দীন ম-লের ছেলে মোজাম ফকিরকে আটক করে। সোনাতলা থানায় করা টিটোর অভিযোগসূত্রে জানা যায়, মোজাম ফকির অভিযোগকারী টিটোকে জ্বীনের বাদশা সেজে প্রলোভন দেখিয়ে প্রচুর ধনরতœ দেয়ার কথা বলে তার কাছ থেকে ৭ লাখ ৭ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা দেয়ার পরে নির্ধারিত সময়ে কাক্সিক্ষত ধনরতœ না পেয়ে এবং বার বার যোগাযোগ করেও মোজাম ফকিরকে না পেয়ে সোনাতলা থানায় গত ৭ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী টিটো। অভিযোগ পেয়ে রোববার দুপুরে সাতবেকী গ্রাম থেকে জ্বীনের বাদশা মোজামকে সঙ্গীয় ফোর্সসহ আটক করে সোনাতলা থানার এএসআই মাসুদ রানা। মোজাম ফকির স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতে সোনাতলা থানায় অভিযোগকারী টিটোকে ৫০ হাজার টাকা নগদ এবং ২ লাখ ৫০ হাজার টাকা পরে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে। এএসআই মাসুদ ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে ৩ লাখ টাকায় রফাদফা হয়েছে।
Leave a Reply