সোনাতলা সংবাদ ডটকম (পাকুল্লা প্রতিনিধি): বগুড়ার সোনাতলা উপজেলায় ডাব গাছ থেকে পড়ে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম ডাব পাড়তে গাছে ওঠে। এসময় সে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাতলার পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত ডাবগাছ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply