Menu

সোনাতলায় ড্রাইভার প্রসাব করছিল এই সুযোগে অটোভ্যান নিয়ে পালালো যাত্রী

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়া সোনাতলায় উপজেলার করমজা গ্রামের আইয়ব প্রমানিক এর ছেলে মোঃ করিম আহম্মেদ এর একটি অটোভ্যান কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়।

গত সোমবার সন্ধায় উপজেলার করমঝা গ্রামের মোঃ করিম (২৮)অটোভ্যান নিয়ে চরপাড়া বাজারে যায়, সেখান থেকে তিন জন যাএী অটোভ্যানে উঠে। যাএী নিয়ে করিম সোনাতলার উদ্দেশে রওনা দেয় রানীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে পৌছালে অটোভ্যান চালক করিম প্রসাব করার জন্য রাস্তার পার্শে গেলে সেই সুযেগে অঙাত নামা তিন জন যাএী অটোভ্যান চুরি নিয়ে করে পালিয়ে যায়।

এবং একটি মোবাইল সহ অটোভ্যান গাড়ি মুল্য আনুমানিক (এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা )। এব্যাপারে করিম বাদী হয়ে সোনাতলা থানায় ০১-১০-২০১৯ ইং তারিখে একটি অঙাত নামা তিন জন কে আসামি করে মামলা দায়ের করা হয়।

No comments

Leave a Reply

1 × 5 =

সর্বশেষ সংবাদ