সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার দিগদাইড় ইউপি কার্যালয়ে দুপুরে এ বাজেট ঘোষণা করেন দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম। ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১ কোটি ৭৫ লাখ, ৮৩ হাজার ৫ শত ৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম সাজু, সদস্য আব্দুস সামাদ, লুৎফর রহমান, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, আব্দুল গফুর তরফদার, হারুনর রশীদ, ওয়াহেদ আলী মন্ডল, আসাদুজ্জামান উজ্জল, সাবিনা আকতার, মোরশেদা বেগম, মোর্শেদা খাতুন।
Leave a Reply