Menu

সোনাতলায় নানী জোসনা রানী হত্যার দায় স্বীকার করেছে নাতি

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় নাতির হাতে নির্মম ভাবে নানি খুন হওয়া ঘটনার দায় আদালতে স্বীকার করেছে ঘাতক নাতি।
গতকাল শনিবার সোনাতলা থানা পুলিশ ষাটোর্ধ বৃদ্ধা জোসনা রানী হত্যা মামলার আসামী নাতি সুখদেব কে আদালতে প্রেরন করে। এ সময় আদালত ১৬৪ ধারায় আসামী সুখদেবের জবান বন্দি রেকর্ড করে।
জবান বন্দিতে সুখদেব তার নানিকে গভীররাতে বসার পিড়া ও কাচি দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে বলে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ জানান।

No comments

Leave a Reply

3 + 18 =

সর্বশেষ সংবাদ