Menu

সোনাতলায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশু নিখোঁজ

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): রবিবার বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে রাধাকান্তপুর গ্রামে এনামুল ইসলাম মন্ডলের ছেলে মোঃ সনিক (৫) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

আজ দুপুরে বাবা এনামুল ও শিশু সন্তান সনিক নদীতে গরু নিয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সনিক নিখোঁজ হয়। সোনাতলা থানার ফায়ার সার্ভিস কর্মকর্তা রুবেল রানাসহ রংপুর থেকে ডুবুরি নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সনিক এখনো উদ্ধার হয়নি।

No comments

Leave a Reply

16 − 4 =

সর্বশেষ সংবাদ