Menu

সোনাতলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত‍্যূ

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পুকুরে ডুবে আখেরাত নামে ৪ বছরের শিশুর মৃত‍্যূ হয়েছে। আখেরাত ওই এলাকার আব্দুল গনির ছেলে। ২০ জুলাই মঙ্গলবার উপজেলার জোরগাছা গ্রামে এঘটনাটি ঘটে। আব্দুল গনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি।

জানাযায় দুপুর তিনটায় বাড়ি থেকে খেলা ধুলা করতে বাড়ি থেকে ১০০ ফিট দুরে স্থানীয় জাকির হোসেন নবাবের পুকুর পরে। ২০ মিনিট পর তাকে খুজে না পাওয়ায় পুকুরে ডুবে খোজা খুজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্যকমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত‍ ঘোষনা করে।

মৃত‍্যূ আখেরাতের বাবা আব্দুল গনি ওই এলাকায় তার খালু শ্বশুর হিরোকের বাড়িতে বর্তমানে বসবাস করে আসছে।

No comments

Leave a Reply

eighteen + four =

সর্বশেষ সংবাদ