Menu

সোনাতলায় পূর্বশত্রুতার জের ধরে স্কুল ছিক্ষকের বিভিন্ন প্রজাতির গাছ কর্তন

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় ১৪ শতক জমির গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের পোড়াপাইকড় গ্রামে।
ওই গ্রামের মৃত আব্দুল লতিফ প্রামানিকের পুত্র ও গণকপাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ রফিকুল ইসলাম গত ৩৫/৩৬ বছর পূর্বে একই গ্রামের দছির প্রামানিকের পুত্র মৃত বিরাজ উদ্দিনের নিকট থেকে ১৭ শতক জমি ক্রয় করে। দীর্ঘদিন ওই জমিতে বিভিন্ন ফসল ফলানোর এক পর্যায়ে গত ৪/৫ বছর পূর্বে ওই জমিতে বেলজিয়াম ও ইউক্লিপটার্স গাছ রোপন করে। এ দিকে একই জমির মালিকানা দাবি করে আসছে একই গ্রামের ছালেবর প্রামানিকের পুত্র গোলাম কিরবিয়া গোলাপ (২৭) ও ছানাউল্লাহ সোনা মিয়া (৩০)। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে গত রোববার দিবাগত রাতে গোলাপ ও সোনা মিয়া ওই জমির মালিকানা দাবি করে গাছগুলো কেটে ফেলে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।

No comments

Leave a Reply

20 − fifteen =

সর্বশেষ সংবাদ