Menu

সোনাতলায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা পৌর এলাকায় প্রেমিকার বাড়িতে পরকীয়া করতে গিয়ে ফেঁসে গেলেন প্রেমিক কামরুল, অতপর জেলহাজতে।

কামরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর (গুচ্ছ) গ্রামের ওয়েদুজ্জামান এর ছেলে। এ ব্যাপারে ঘটনার শিকার মেয়েটির বাবা বাদী হয়ে গত ১৬ মার্চ সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মেয়েটির সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কামরুল ইসলাম।

সোমবার রাত ১০টায় পৌর এলাকার আগুনিয়াতাইড় পশ্চিমপাড়ায় ওই মেয়েটির বাড়িতে প্রবেশ করে আলাদা ঘরে থাকা মেয়েটিকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেয় কামরুল।

এতে মেয়েটি রাজী না হওয়ায় জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে কামরুল। মেয়েটির চিৎকারে ঘটনাস্থলে যায় তার বাবা। সেখান থেকে পালানোর চেষ্টাকালে কামরুলকে মেয়েটির বাবা হাতেনাতে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করে এবং মামলা দায়ের করে।

এব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সোনাতলা থানার এসআই আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

No comments

Leave a Reply

four × 1 =

সর্বশেষ সংবাদ