Menu

সোনাতলায় প্রয়াত আব্দুল মান্নান এমপি স্মরণে শোকসভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): শনিবার সকালে সোনাতলার বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান স্মরণে শোকসভা এবং নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার উপ-সহকারী প্রকৌশলী শামসুল হক, শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু,

বয়ড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম, দক্ষিণ চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম শাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মেদ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, বয়ড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল হালিম।

No comments

Leave a Reply

six + three =

সর্বশেষ সংবাদ