সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা থানা পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রাজ্জাক পিন্টু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চাল ভর্তি বস্তা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
সোনাতলা থানার উপপরিদর্শক কামাল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রাম থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো চাল ভর্তি বস্তায় রাখা হয়েছিল। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
Leave a Reply