সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা থানা পুলিশ ১৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মহসীন আলীর ছেলে শামীম হোসেন (৪৩) ও তার স্ত্রী যমুনা বেগম (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিরোধ আইনে মামলা হয়েছে।
এছাড়া নিয়মিত মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের মৃত নবেজ আলীর ছেলে কফিল উদ্দিন ব্যাপারী (৫০) ও সদরের বিশ্বনাথপুর গ্রামের ফনি আকন্দের ছেলে সাইফুল ইসলাম (৩৯)।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply