সোনাতলা সংবাদ ডটকম (বদিউদ-জ্জামান মুকুল, সোনাতলা): বগুড়ার সোনাতলায় গতকাল শুক্রবার তেকানীচুকাইনগর ইউনিয়নের ৪টি চরের বন্যার্তদের মাঝে বগুড়ার ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সুজল কুমার সরকার, একেএম আমিনুল হক, এসএম শফিকুল ইসলাম, বিপ্লব কুমার বিশ্বাস, রবিউল আউয়াল, আবু তাহের, সুলতান আহমেদ, শামীম হোসেন, সেলিম রেজা, আব্দুল হাই মাষ্টার প্রমুখ।
সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের খাবুলিয়া, জন্তিয়ারপাড়া, মহব্বতেরপাড়া ও ভিকনেরপাড়া চরের প্রায় ৫শ পরিবারের মাঝে শুকনা খাবার, ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply