Menu

সোনাতলায় বন্ধু সামাজিক সংগঠনের উদ‍্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি

সোনাতলা প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা বন্ধু সামাজিক সংগঠনের উদ‍্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। ১১জুন শুক্রবার বিকালে পৌর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় বন্ধু সামাজিক সংগঠনের উদ্যোগে গাছগুলো রোপন করা হয়।

বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন, বন্ধু সামাজিক সংগঠনের শুভাকাঙ্ক্ষী জয়পুর হাট মৎস অফিসে কর্মরত ওসমান গনি,ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক ওমর ফারুক, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওমর ফারুক,

অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রবিউল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক মুছাদ্দিকুল ইসলাম মাহিম, সহ সাধারন সম্পাদক আদ্রিজা আহমেদ রিম্পি,প্রচার সম্পাদক জি.এম মুসফিকুর রহমান ঈশা, কোষাধ্যক্ষ ময়নুল হাসান সিয়াম, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসাইন নিবিড়, সোয়েব ইসলাম নওজিস, তুষার আহমেদ জিম, রাকিবুল ইসলাম রাকিব, জান্নাতি, মারুফা এবং রিয়া।

বৃক্ষ রোপন কালে অত্র সংগঠনের সভাপতি, রবিউল ইসলাম শাকিল জানিয়েছে, বৃক্ষ রোপন কর্মসূচি এখনো চলমান রয়েছে চলমান থাকবে।

ধারাবাহিক ভাবে আগামি শনিবার সোনাতলার উপজেলার সুজাইতপুর, চামুরপাড়া, গড়ফতেপুর এবং রবিবারে সুখানপুকুরে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচি শেষ করা হবে এবং এই কর্মসূচিতে ২০০টি বৃক্ষ রোপন করবে বন্ধুসামাজিক সংগঠন।

No comments

Leave a Reply

one + nineteen =

সর্বশেষ সংবাদ