Menu

সোনাতলায় বন্যাঃ যমুনা নদীতে পানি কমলেও বেড়েছে বাঙালী নদীতে

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় যমুনা নদীতে ৩ সেন্টিমিটার পানি কমলেও বাঙালী নদীতে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে বানভাসীদের দূর্ভোগ কমেনি।

বগুড়ার সোনাতলা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে গতকাল শুক্রবার ৩ সেন্টিমিটার পানি কমলেও বেড়েছে বাঙালী নদীতে। বাঙালী নদীতে গতকাল ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

তবে বানভাসী ২২ গ্রামের প্রায় সাড়ে ১৭ হাজার মানুষের দূর্ভোগ এখনও কমেনি। বাড়ি ঘর ছেড়ে আসা বন্যার্ত মানুষেরা আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। ঘরবাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় তারা নিজ বাড়িতে এখনও তারা বাড়ি ঘরে ফিরে যেতে পারেনি।

এদিকে বন্যার পানিতে নিমজ্জিত হওয়া শতশত হেক্টর জমির ফসল আউশ ধান ও পাট নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ আহমেদ জানান, চলতি বন্যায় সংশ্লিষ্ট উপজেলায় ১ হাজার ৩৩ হেক্টর আবাদী জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে পাট ৫৭০ হেক্টর, আউশ ধান ৪১০ হেক্টর, শাকসবজি ২৩ হেক্টর ও বীজতলা ৩০ হেক্টর।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, চলতি বছর বন্যার শুরু থেকেই বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এমনকি চাল, ডাল, আলুর পাশাপাশি শুকনা জাতীয় খাবার সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম জানান, সোনাতলা উপজেলায় ত্রাণের কোন ঘাটতি নেই। করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া লোকজনকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

No comments

Leave a Reply

6 + 11 =

সর্বশেষ সংবাদ