Menu

সোনাতলায় বন্যার্তদের মাঝে টিজিএসএস এর ত্রাণ বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): রোববার সকালে সোনাতলায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা টিজিএসএস। এ আর এফ ও নাফ এর অর্থায়নে সংস্থাটি উপজেলার চরমধুপুর, দড়িহাঁসরাজ, চরচকনন্দন, গজারিয়া ও পশ্চিম তেকানীতে ২০০ জন মানুষের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করে। সংস্থাটির চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজ হাতে বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সামসুল হক, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, ইউপি সদস্য রেজাউল ইসলাম, এনামুল হক ও টিজিএসএস এর অফিস সহকারী কবির সরকার।

No comments

Leave a Reply

11 − nine =

সর্বশেষ সংবাদ