Menu

সোনাতলায় বন্যার পানিতে ডুবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় সাঁতার দিয়ে খাল পার হতে গিয়ে পানিতে ডুবে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মারা গেছে।
স্থানীয় লোকজন জানান, বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট বাজারের নিকটে গতকাল বুধবার বেলা আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি স্থানীয় একটি খাল সাঁতার দিয়ে পার হওয়ার সময় পানিতে ডুবে মারা গেছে। পরে স্থানীয় লোকজন লোকটির লাশ উদ্ধার করে থানা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, অজ্ঞাননামা ওই ব্যক্তিটি নিজেই সাঁতরিয়ে খাল পারাপারের সময় ডুবে মারা যায়। তার পরনে লুঙ্গি ছিল। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তিটি পারিবারিক কলহ করে বাড়ি থেকে রাগ করে বের হয়ে সাঁতার দিয়ে খাল পার হওয়ার সময় এই অঘটন ঘটে।
গতকাল সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা অবধি ওই ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি।

No comments

Leave a Reply

5 × four =

সর্বশেষ সংবাদ